মহান স্বাধীনতা দিবসে ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে ট্রাম্পের শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুভেচ্ছা-বার্তায় তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভবিষ্যতে আরও শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে সহযোগিতা করবে।

এছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন (ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন প্রধান উপদেষ্…)।

Exit mobile version